Friday, October 28, 2022

The Free Bard - Just like the Uncaged Bird...




খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, 
বনের পাখি ছিল বনে।
একদা কী করিয়া মিলন হলো দোঁহে, 
কী ছিল বিধাতার মনে।
বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, 
বনেতে যাই দোঁহে মিলে।
খাঁচার পাখি বলে, বনের পাখি আয়, 
খাঁচায় থাকি নিরিবিলে।
বনের পাখি বলে, না, 
আমি শিকলে ধরা নাহি দিব।
খাঁচার পাখি বলে, হায়, 
আমি কেমনে বনে বাহিরিব।
 
বনের পাখি গাহে বাহিরে বসি বসি
বনের গান ছিল যত,
খাঁচার পাখি গাহে শিখানো বুলি তার
দোঁহার ভাষা দুইমত।
বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, 
বনের গান গাও দেখি।
খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই, 
খাঁচার গান লহো শিখি।
বনের পাখি বলে, না, আমি শিখানো গান নাহি চাই।
খাঁচার পাখি বলে, হায়  আমি কেমনে বনগান গাই।
 
বনের পাখি বলে, আকাশ ঘন নীল 
কোথাও বাধা নাহি তার।
খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি 
কেমন ঢাকা চারিধার।
বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও 
মেঘের মাঝে একেবারে।
খাঁচার পাখি বলে, নিরালা কোণে বসে 
বাঁধিয়া রাখো আপনারে।
বনের পাখি বলে, না, সেথা কোথায় উড়িবারে পাই
খাঁচার পাখি বলে, হায় মেঘে  কোথায় বসিবার ঠাঁই।
 
এমনি দুই পাখি দোঁহারে ভালোবাসে, 
তবুও কাছে নাহি পায়।
খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, 
নীরবে চোখে চোখে চায়।
দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, 
বুঝাতে নারে আপনায়।
দুজনে একা একা ঝাপটি মরে পাখা
কাতরে কহে, কাছে আয়।
বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার
খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার।
 


Cage bird was in the golden cage, free bird was in the forest.
The Master knew how he managed to meet each other.
Free bird says, 'Let us go to the woods'.
Cage bird says, 'Let us enjoy quiet enclosure'.
Free bird says, 'No, I shall not surrender to the chains'.
Cage bird says, 'Alas, how would I get myself out'.
  
Free bird sings songs of the jungle.
Cage bird repeats taught words, each having a different tune.
Free bird asks, 'Dear – let us sing the natural song'.
Cage bird suggests, 'Take a lesson of the cage tune'.
Free bird answers, 'No need for a song of captivity'.
Cage bird exclaims, 'How would I sing a wild song'.
 
Free bird describes, 'Deep blue is the sky, no hitch whatsoever'.
Cage bird replies, 'Look how clean is my enclosure'.
Free bird suggests, 'Let yourself loose within the cloud'.
Free bird replies, 'Control yourself within confinement'.
Free bird asks, 'Where should I free my wings'.
Cage bird is confused, 'Where to settle on the cloud'.

Both love each other, unable to come close yet.
Beaks touch through cage gaps, silently eyes connect.
Neither one can express to the other, nor console oneself.
Flapping tormented wings each asks, 'Come close'.
Free bird is afraid, 'I would be captivated and locked'.
Cage bird's anguish, 'Have lost fly-power, my wings are locked'.

No comments:

Post a Comment