Monday, October 3, 2022

Human Of Bharat - the Freedom that you are enjoying has not come automatically - we had to pay the price by giving away our lives - so please wake up...


Freedom that we enjoy today did not come freely - we had to pay by offering our lives


#wakeup
Human of Bharat
Never Forget 
#whoweare

বন্দী বীর (bondi bir)

by

Rabindranath Tagore


          পঞ্চনদীর তীরে

          বেণী পাকাইয়া শিরে

দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে

          জাগিয়া উঠেছে শিখড্ড

      নির্মম নির্ভীক।

হাজার কণ্ঠে গুরুজির জয়

          ধ্বনিয়া তুলেছে দিক্‌।

          নূতন জাগিয়া শিখ

নূতন উষার সূর্যের পানে

          চাহিল নির্নিমিখ।

 

          "অলখ নিরঞ্জন'

মহারব উঠে বন্ধন টুটে

          করে ভয়ভঞ্জন।

বক্ষের পাশে ঘন উল্লাসে

          অসি বাজে ঝন্‌ঝন্‌।

পঞ্জাব আজি গরজি উঠিল,

          "অলখ নিরঞ্জন!'

 

          এসেছে সে এক দিন

লক্ষ পরানে শঙ্কা না জানে

          না রাখে কাহারো ঋণ।

জীবন মৃত্যু পায়ের ভৃত্য,

          চিত্ত ভাবনাহীন।

পঞ্চনদীর ঘিরি দশ তীর

          এসেছে সে এক দিন।

 

          দিল্লিপ্রাসাদকূটে

হোথা বারবার বাদশাজাদার

          তন্দ্রা যেতেছে ছুটে।

কাদের কণ্ঠে গগন মন্থ,

          নিবিড় নিশীথ টুটে--

কাদের মশালে আকাশের ভালে

          আগুন উঠেছে ফুটে!

 

          পঞ্চনদীর তীরে

ভক্তদেহের রক্তলহরী

          মুক্ত হইল কি রে!

          লক্ষ বক্ষ চিরে

ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষীসমান

          ছুটে যেন নিজনীড়ে।

          বীরগণ জননীরে

রক্ততিলক ললাটে পরালো

          পঞ্চনদীর তীরে।

 

          মোগল-শিখের রণে

          মরণ-আলিঙ্গনে

কণ্ঠ পাকড়ি ধরিল আঁকড়ি

          দুইজনা দুইজনে।

দংশনক্ষত শ্যেনবিহঙ্গ

          যুঝে ভুজঙ্গ-সনে।

          সেদিন কঠিন রণে

"জয় গুরুজির' হাঁকে শিখ বীর

          সুগভীর নিঃস্বনে।

মত্ত মোগল রক্তপাগল

          "দীন্‌ দীন্‌' গরজনে।

 

          গুরুদাসপুর গড়ে

বন্দী যখন বন্দী হইল

      তুরানি সেনার করে,

সিংহের মতো শৃঙ্খল গত

          বাঁধি লয়ে গেল ধরে

          দিল্লিনগর-'পরে।

বন্দা সমরে বন্দী হইল

          গুরুদাসপুর গড়ে।

 

সম্মুখে চলে মোগল-সৈন্য

          উড়ায়ে পথের ধূলি,

ছিন্ন শিখের মুণ্ড লইয়া

          বর্শাফলকে তুলি।

শিখ সাত শত চলে পশ্চাতে,

          বাজে শৃঙ্খলগুলি।

রাজপথ-'পরে লোক নাহি ধরে,

          বাতায়ন যায় খুলি।

শিখ গরজয়, "গুরুজির জয়'

          পরানের ভয় ভুলি।

মোগলে ও শিখে উড়ালো আজিকে

          দিল্লিপথের ধূলি।

 

পড়ি গেল কাড়াকাড়ি,

আগে কেবা প্রাণ করিবেক দান

তারি লাগি তাড়াতাড়ি।

দিন গেলে প্রাতে ঘাতকের হাতে

          বন্দীরা সারি সারি

"জয় গুরুজির' কহি শত বীর

          শত শির দেয় ডারি।

 

সপ্তাহকালে সাত শত প্রাণ

          নিঃশেষ হয়ে গেলে

বন্দার কোলে কাজি দিল তুলি

          বন্দার এক ছেলে।

কহিল, "ইহারে বধিতে হইবে

          নিজহাতে অবহেলে।'

          দিল তার কোলে ফেলে

কিশোর কুমার, বাঁধা বাহু তার,

          বন্দার এক ছেলে।

 

          কিছু না কহিল বাণী,

বন্দা সুধীরে ছোটো ছেলেটিরে

      লইল বক্ষে টানি।

ক্ষণকালতরে মাথার উপরে

      রাখে দক্ষিণ পাণি,

শুধু একবার চুম্বিল তার

      রাঙা উষ্ণীষখানি।

 

তার পরে ধীরে কটিবাস হতে

      ছুরিকা খসায়ে আনি

      বালকের মুখ চাহি

"গুরুজির জয়' কানে কানে কয়,

      "রে পুত্র, ভয় নাহি।'

নবীন বদনে অভয় কিরণ

          জ্বলি উঠি উৎসাহি

কিশোর কণ্ঠে কাঁপে সভাতল

          বালক উঠিল গাহি

"গুরুজির জয়! কিছু নাহি ভয়'

          বন্দার মুখ চাহি।

 

বন্দা তখন বামবাহুপাশ

      জড়াইল তার গলে,

দক্ষিণ করে ছেলের বক্ষে

        ছুরি বসাইল বলেড্ড

"গুরুজির জয়' কহিয়া বালক

        লুটালো ধরণীতলে।

        সভা হল নিস্তব্ধ

বন্দার দেহ ছিঁড়িল ঘাতক

        সাঁড়াশি করিয়া দগ্ধ।

স্থির হয়ে বীর মরিল, না করি'

    একটি কাতর শব্দ।

দর্শনজন মুদিল নয়ন,

    সভা হল নিস্তব্ধ।


Translation


On the banks of the rivers five,

His locks coiled upon his head,

Has risen the Sikh

Inspired by his Gurus' writ

With unrelenting tread.

Waver or fear he does not.

"Hail the Gurus," the quarters resound

With the cry that rises

From voices that in thousands abound.

Thus has the Sikh risen,

His gaze fixated unblinking

Upon the new sun of dawn.


"Alakh Niranjan," -

The great cry breaks all fetters,

Scatters all fears.

While close to the breast,

With a joy so great,

Rattles the sword.

Today, all Punjab raises the roar

"Alakh Niranjan."


Today is the day

When a million hearts

Know no doubts

Nor bear any debts.

Life and death

Are as slaves at their feet

Of all worries are their spirits freed.

Such a day has arrived indeed

Upon the ten banks bounding

The rivers five.


Upon the ramparts

Of the palace in Delhi

The Emperor worries

Unable to sleep -

'Whose voices churn the heavens,

Shatter the night so silent and deep,

The fire from whose torches

The brow of the sky scorches?'


On the banks of the rivers five

Gushes blood devout

From a million hearts so stout.

As flocks of birds, souls so many

Rush to their nests.

The mothers of the braves

With blood anoint their brows

Upon the banks of the rivers five.


In war, each other

Mughal and Sikh face,

And fall

Clasping in a death embrace.

One the other battles

As a falcon, poison rent,

Battles a serpent.

In fray so terrible that day

"Victory to the Gurus," the brave Sikhs say,

The cry from a deep store of peace hails.

While the Mughal, blood maddened,

"Deen, Deen" yells.


At the fort in Gurdaspur

Was Banda captured

By the Turani legion.

Chaining him

As they will a lion

Delhi's road they take.

Thus of Banda in battle

A prisoner did they make.


The Mughal soldiers lead the way,

Upon the road, clouds of dust appear.

The severed heads of Sikhs they display

Impaled upon spears.

Seven hundred Sikhs, their chains rattling,

In the soldiers' wake walk following.

Multitudes gather by the way, jostling for space,

Many windows are thrown open, many eyes gaze.

The Sikhs roar, "Victory to the Gurus,"

For their own lives, they do not sorrow.

Thus, today,

Mughal and Sikh walk Delhi's way


The Sikhs jostle in impatience

To be the first to die,

As a day ends,

And night draws nigh

Line they up and at terminator's hands

Saying "Victory to the Gurus"

A hundred braves give up their hundred heads.


Thus, a week was past

And the seven hundredth life

Was taken at last.

Then a Qazi put on Banda's lap

One of his sons.

"With unconcern

Must you slay your son,"

The Qazi said.

With these words, his hands fettered,

Was Banda his little son given.


Banda's speech lay at rest.

Tenderly, his little son

He drew to his breast.

For a moment, he put his right hand upon the boy's head,

Once Banda kissed his turban red.

Then from his girdle

He pulled his dagger.

Looking upon his son, "Victory to the Gurus,"

Banda whispered in his ear,

"Fear not my son," said he.


That form so new

Shone with fervour.

A song from that young voice flew

Over the court which was a-tremor.

"Victory to the Gurus, all fear is a mirage,"

Sang the little boy

Looking at Banda's visage.


Then Banda curled his left arm

Around the boy's neck.

While his right hand, unwavering, firm

With a dagger did the child's breast rake.

"Victory to the Gurus," the child cried

And fell upon the earth and died.


The court stood silent!

Banda's form

The terminator did rend

With heated tongs.

Banda died a death stoic,

Not once did the brave moan,

He was a man heroic.

Not once did Banda in pain cry.

Of the onlookers,

Horror shut every eye

In stunned silence, the court watched by...





No comments:

Post a Comment