Sunday, May 21, 2023
The great Awakening ...
Thursday, April 13, 2023
Friends... Forget me not, forget me not despite if I venture at a distant place...
Lyrics
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে।
যদি থাকি কাছাকাছি,
দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি–
তবু মনে রেখো।
যদি জল আসে আঁখিপাতে,
এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে,
তবু মনে রেখো।
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে– মনে রেখো।
যদি পড়িয়া মনে
ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে–
তবু মনে রেখো।
Translation
Forget me not, forget me not despite if I venture at a distant place.
Forget me not, despite if older passion is covered with the newer lattice of ardor.
Being within proximity, I disguise myself as the shadow –
Forget me not.
If my eyes are soaked, If someday the game comes to the end in a dreamy night,
Forget me not.
If someday on an autumn morning my mission is concerned -
Forget me not.
If after recalling the corner of the eyes do not seem to be sopping –
Forget me not.
Wednesday, April 12, 2023
Hindus of Bharat - wake up - the proof that we knew Sun is the source of all our energy since Rigveda...
Dedicated to Sun God - the mantras are from Vedas and Upanishads
Shrinwantu Vishwe Amritasya PutraAa Ye Dhamani Dibyani Tasthu
वेदाहमेतं पुरुषं महान्तमादित्यवर्णं तमसः परस्तात्।
तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यतेऽयनाय।।
―(यजु० ३१/१८)
Hear ye children of immortal bliss
मैं उस प्रभु को जानूँ जो सबसे महान् है, जो करोड़ों सूर्यों के समान देदीप्यमान है, जिसमें अविद्या और अन्धकार का लेश भी नहीं है। उसी परमात्मा को जानकर मनुष्य दुःखों से, संसाररुपी मृत्यु-सागर से पार उतरता है, मोक्ष-प्राप्ति का और कोई उपाय नहीं है।
Thursday, April 6, 2023
On this Hanuman Jayanti - RSS must take a pledge to create a few Gopal Patha - Gopal Chandra Mukherjee - let's focus on Bajrang Dal...
The direct action day - the week of long knives...
The Paap...
Tuesday, April 4, 2023
Africa - THEN and NOW...
উদ্ভ্রান্ত সেই আদিম যুগে
স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে
নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত,
তাঁর সেই অধৈর্যে ঘন-ঘন মাথা নাড়ার দিনে
রুদ্র সমুদ্রের বাহু
প্রাচী ধরিত্রীর বুকের থেকে
ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা-
বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়
কৃপণ আলোর অন্তঃপুরে।
সেখানে নিভৃত অবকাশে তুমি
সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য,
চিনছিলে জলস্থল-আকাশের দুর্বোধ সংকেত,
প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু
মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে।
বিদ্রূপ করছিলে ভীষণকে
বিরূপের ছদ্মবেশে,
শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে
আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়
তাণ্ডবের দুন্দুভিনিনাদে।।
হায় ছায়াবৃতা,
কালো ঘোমটার নীচে
অপরিচিত ছিল তোমার মানবরূপ
উপেক্ষার আবিল দৃষ্টিতে।
এল ওরা লোহার হাতকড়ি নিয়ে,
নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে,
এল মানুষ-ধরার দল
গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে।
সভ্যের বর্বর লোভ
নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা।
তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে
পঙ্কিল হল ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে,
দস্যু-পায়ের কাঁটা-মারা জুতোর তলায়
বীভৎস কাদার পিণ্ড
চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।।
সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়
মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা
সকালে সন্ধ্যায়, দয়াময় দেবতার নামে;
শিশুরা খেলছিল মায়ের কোলে;
কবির সংগীতে বেজে উঠছিল
সুন্দরের আরাধনা।।
আজ যখন পশ্চিম দিগন্তে
প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস,
যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এল-
অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল,
এসো যুগান্তরের কবি,
আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে
দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে;
বলো ‘ক্ষমা কর’-
হিংস্র প্রলাপের মধ্যে
সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।।
The translation (by Monish Chatterjee)
Monday, April 3, 2023
The perpetrator of injustice and the people who act as willfully blind while watching it - both are equally despicable in the eyes of God...
Silence = Complicity
তোমার ন্যায়ের দন্ড
তোমার ন্যায়ের দন্ড প্রত্যেকের করে
অর্পণ করেছ নিজে। প্রত্যেকের ‘পরে
দিয়েছ শাসনভার হে রাজাধিরাজ।
সে গুরু সম্মান তব সে দুরূহ কাজ
নমিয়া তোমারে যেন শিরোধার্য করি
সবিনয়ে। তব কার্যে যেন নাহি ডরি
কভু কারে। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা,
হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা
তোমার আদেশে। যেন রসনায় মম
সত্যবাক্য ঝলি উঠে খরখড়গসম
তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান
তোমার বিচারাসনে লয়ে নিজস্থান।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
Here is my effort to recite this beautiful poem
The crude translation is as follows (done by Dilip Mitra)
Your mace of justice You bestow upon Man
On the judge’s seat, You grant me this place
And to rule from it You have commanded, o Lord.
May I uphold your glory, with justness and grace.
This granted honour, this onerous task,
I pray to You that I perform,
With head bowed and a reverent heart,
And without fear, uphold Your norm.
Where mercy is a flaw, if You sound
May my ruthlessness know no bound
And at Your gesture, through my voice
May truth strike falsehood down to ground.
He who commits wrong or condones the same,
May your contempt singe like a reed in flame.
– Rabindranath Thakur
Look at the last two lines of the poem.
It carries a tremendous weight of its own.
When the people of the society remain silent for far too long, when we act as willful blind people - acting as if we did not see the injustice that is happening in the society - we ourselves become the perpetrator of the crime along with the criminal.
So, the Humans of the UNIVERSE, please wake up - acquire the necessary knowledge of what is going on at present and at least try to awaken the neighborhood people.
If you remain silent in the face of injustice, if you act as a willful blind guy, the contempt of the almighty will burn you as well alongside the perpetrator of the injustice in the society.
So....
Speak out...
Make others awakened and carry the burden of society together along with other sane people.
And here is my wife Reema with her own definition of TRUTH and JUSTICE
Remember, the Humans of the UNIVERSE
TRUTH is naked
Here is some TRUTH - the business of fear-mongering called COVID all pre-planned during event201 - of which one of the sponsorers was the Gates Foundation. Watch this video and you will be surprised to see how meticulously the pandemic (or plandemic) was planned.
TRUTH may take time to establish itself - but it will surely - undoubtedly - the truth will defend itself and burn the falsehood into ashes...